রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি শোক ও সমবেদনা জানান।
তারেক রহমান বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিসের প্রয়াণে আমরা একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতাকে হারালাম—যার জীবন ছিল সহমর্মিতা, বিনয় এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপ প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার প্রতিচ্ছবি।’
তিনি বলেন, ‘সব মানুষের মর্যাদার প্রতি তার নৈতিক স্পষ্টতা ও অটল প্রতিশ্রুতি তাকে সব ধর্ম ও জাতির মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে সক্ষম করে তুলেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমান বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায় এবং শোকসন্তপ্ত সব মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। পোপ ফ্রান্সিসের রেখে যাওয়া আদর্শ ও উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে যুগে যুগে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।