চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচে জয় পেলে মোটা অঙ্কের পুরস্কার পাবেন বাবর-রিজওয়ানরা। পাকিস্তানের সিন্ধ প্রদেশের গভর্নর কামরান খান তেসোরি ঘোষণা দিয়েছেন, ভারতকে হারাতে পারলে পাকিস্তান ক্রিকেট দলকে তিনি নিজের পকেট থেকে ১ কোটি রুপি পুরস্কার দেবেন।
ম্যাচের আগে পাকিস্তান দলকে অনুপ্রাণিত করতেই এই ঘোষণার কথা জানিয়েছেন গভর্নর তেসোরি।
তেসোরি বলেন, ‘আমি আশা করি দল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাবে এবং জিতে জাতিকে গর্বিত করবে। যদি পাকিস্তান ভারতকে হারায়, তাহলে আমি নিজের পকেট থেকে দলকে ১ কোটি রুপি পুরস্কার দেব। বর্তমানে লন্ডনে অবস্থানরত গভর্নর তেসোরি দলের জন্য তার শুভকামনা জানিয়ে বলেন, ‘সমগ্র জাতি, আমিও তাদের জন্য প্রার্থনা করছি। আমরা নিশ্চিত জিতব।
আমি নিশ্চিত যে, আমাদের দল পাকিস্তানের সম্মান বজায় রাখবে এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে পুরো দেশকে আনন্দ দেবে।’
তেসোরি খেলোয়াড়দের যথাসম্ভব পরিশ্রমী হতে এবং নিবেদিত মনোভাব নিয়ে খেলার আহ্বান জানান। তিনি নিশ্চিত যে দলটি পাকিস্তানের সম্মান রক্ষা করবে এবং তাদের পারফরম্যান্সে দেশের জন্য আনন্দ আনবে।