ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পর ইউক্রেইনকে দোষারোপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পর ইউক্রেইনকে দোষারোপ ট্রাম্পের

ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে যে আলোচনা হচ্ছে সেখানে কিইভকে আমন্ত্রণ না জানানো একটি ‘বিস্ময়’ বলে প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মন্তব্য করার পর ইউক্রেইনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইউক্রেইনের প্রতিক্রিয়ায় ‘অসন্তুষ্ট’ হয়েছেন আর দেশটি ‘একটি চুক্তি করতে পারতো’ বলে মন্তব্য করেছেন। তিনি ইউক্রেইন যুদ্ধ শুরু করার জন্য আপাতভাবে ইউক্রেইনকেই দোষারোপ করেছেন, লিখেছে বিবিসি।

প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়েছিল।

সৌদি আরবে আলোচনার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেইন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে তারা। এরপর ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে বিবিসি জিজ্ঞেস করে, ইউক্রেইনীয়রা প্রতারিত বোধ করতে পারে, তাদের কাছে তার বার্তা কী।

জবাবে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তাদের জন্য কোনো আসন না থাকায় তারা হতাশ হয়েছে, ঠিক আছে, তিন বছর ধরে এবং তারও অনেক আগে থেকে তাদের জন্য একটি আসন ছিল। এটি খুব সহজেই মিটমাট করে নেওয়া যেতো। আপনাদের এটি শুরু করা উচিত হয়নি। আপনারাই একটি চুক্তি করতে পারতেন।

“আমি ইউক্রেইনের জন্য একটি চুক্তি করতে পারতাম। তাতে তাদের প্রায় সব ভূমিই দেওয়া হতো, সবকিছু, প্রায় সব ভূমি- আর কোনো মানুষ নিহত হতো না, কোনো শহর ধ্বংস হতো না।”

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক শেষে ট্রাম্প জানান, তিনি ‘আরও বেশি আত্মবিশ্বাসী’। “তারা খুব ভালো। রাশিয়া কিছু করতে চায়। তারা এই হিংস্র বর্বরতা বন্ধ করতে চায়। আমার মনে হয়, এই যুদ্ধের সমাপ্তি ঘটানোর ক্ষমতা আমার আছে,” বলেন তিনি।

ইউক্রেইনে ইউরোপীয় দেশগুলোর সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, “তারা যদি সেটা করতে চায়, সেটি দারুণ হবে, আমি এর পক্ষে থাকবো।”

ইউক্রেইনে রাশিয়া পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে সৌদি আরবের রিয়াদেই রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হলো। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেইনে নেটো জোটভুক্ত রাষ্ট্রগুলোর শান্তিরক্ষা বাহিনী মেনে নেবেনা রাশিয়া।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পর ইউক্রেইনকে দোষারোপ ট্রাম্পের

আপডেট সময় ১০:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে যে আলোচনা হচ্ছে সেখানে কিইভকে আমন্ত্রণ না জানানো একটি ‘বিস্ময়’ বলে প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মন্তব্য করার পর ইউক্রেইনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইউক্রেইনের প্রতিক্রিয়ায় ‘অসন্তুষ্ট’ হয়েছেন আর দেশটি ‘একটি চুক্তি করতে পারতো’ বলে মন্তব্য করেছেন। তিনি ইউক্রেইন যুদ্ধ শুরু করার জন্য আপাতভাবে ইউক্রেইনকেই দোষারোপ করেছেন, লিখেছে বিবিসি।

প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়েছিল।

সৌদি আরবে আলোচনার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেইন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে তারা। এরপর ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে বিবিসি জিজ্ঞেস করে, ইউক্রেইনীয়রা প্রতারিত বোধ করতে পারে, তাদের কাছে তার বার্তা কী।

জবাবে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তাদের জন্য কোনো আসন না থাকায় তারা হতাশ হয়েছে, ঠিক আছে, তিন বছর ধরে এবং তারও অনেক আগে থেকে তাদের জন্য একটি আসন ছিল। এটি খুব সহজেই মিটমাট করে নেওয়া যেতো। আপনাদের এটি শুরু করা উচিত হয়নি। আপনারাই একটি চুক্তি করতে পারতেন।

“আমি ইউক্রেইনের জন্য একটি চুক্তি করতে পারতাম। তাতে তাদের প্রায় সব ভূমিই দেওয়া হতো, সবকিছু, প্রায় সব ভূমি- আর কোনো মানুষ নিহত হতো না, কোনো শহর ধ্বংস হতো না।”

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক শেষে ট্রাম্প জানান, তিনি ‘আরও বেশি আত্মবিশ্বাসী’। “তারা খুব ভালো। রাশিয়া কিছু করতে চায়। তারা এই হিংস্র বর্বরতা বন্ধ করতে চায়। আমার মনে হয়, এই যুদ্ধের সমাপ্তি ঘটানোর ক্ষমতা আমার আছে,” বলেন তিনি।

ইউক্রেইনে ইউরোপীয় দেশগুলোর সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, “তারা যদি সেটা করতে চায়, সেটি দারুণ হবে, আমি এর পক্ষে থাকবো।”

ইউক্রেইনে রাশিয়া পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে সৌদি আরবের রিয়াদেই রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হলো। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেইনে নেটো জোটভুক্ত রাষ্ট্রগুলোর শান্তিরক্ষা বাহিনী মেনে নেবেনা রাশিয়া।