ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হরতালের সমর্থনে বগুড়ায় আ.লীগের মশাল মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 37

হরতালের সমর্থনে বগুড়ায় আ.লীগের মশাল মিছিল

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কয়েকজন একটি মশাল মিছিল বের করে উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানায় , হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালায়। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটে।

এ প্রসঙ্গে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে কোনো হামলা হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানায়, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।

হরতালের সমর্থনে বগুড়ায় আ.লীগের মশাল মিছিল

আপডেট সময় ০৮:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কয়েকজন একটি মশাল মিছিল বের করে উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানায় , হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালায়। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটে।

এ প্রসঙ্গে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে কোনো হামলা হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানায়, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।