নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পতিত সরকার দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে দিয়েছে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার বলেন, ‘এখন আলোচনা হচ্ছে নির্বাচন, না সংস্কার। এর মধ্যে আমি তো কোনো দ্বন্দ্ব দেখি না।
কোনো রকম একটার বিপরীতে আরেকটা নয়। আমাদের দুটোই দরকার। তিনি বলেন, ‘আমাদের যেমন নির্বাচন দরকার, তেমনি সংস্কারও হতে হবে। তবে নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।
সে জন্যই সংস্কার দরকার। কারণ যে প্রক্রিয়া ভেঙে গেছে, সেটা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না। তাই দুটোই দরকার।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে।’
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের চারদিকে কিন্তু অনেক অসংগতি। আমাদের নির্বাচনী অঙ্গনটা ভঙ্গুর, নির্বাচনীব্যবস্থা ভেঙেই গিয়েছে।
এখন আমাদের সব জায়গায় দুর্বৃত্তায়ন। আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে। আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে।’
দেশের সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যাতে আমাদের সবার অধিকার নিশ্চিত হয়। আমাদের ধর্মীয় অধিকার নয়, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এগুলো যদি প্রতিষ্ঠিত হতে হয়, আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্টের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থিত ছিলেন এজেন্টেস অব চেঞ্জ প্রজেক্টের পরিচালক (অপারেশন্স) এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার চার্লস রিড ও ইসলামিক একাডেমির পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম।