ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার Logo আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত Logo নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে মিলল যুবকের খণ্ড বিখণ্ড লাশ Logo জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা Logo পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি দেওয়া বন্ধের দাবি বিজেপির Logo নোয়াখালীতে শহীদ রিজভীর একমাত্র ভাই রিমনের ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা আশঙ্কাজনক Logo ৫ আগস্টের পর থেকে অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস আলম Logo শিক্ষা, আদর্শ ও ইসলামী চেতনায় বাগেরহাটে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য Logo কুষ্টিয়ার কুমারখালীতে পৌর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

হাত-পা বেঁধে আরও ১১৬ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

হাত-পা বেঁধে আরও ১১৬ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করলেও মন গলেটি ট্রাম্পের। তৃতীয় দফায় আরও ১১৬ জন অবৈধ অভিবাসীকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করে।

তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন, তাদের পায়েও বাঁধা ছিল শিকল।

পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দবাজার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে।

এদিকে সংবাদমাধ্যম এনডিটিভিকে আরেক অবৈধবাসী জানান, বিমানে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয়।

শনিবার যে ১১৬ জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই।

 

জনপ্রিয় সংবাদ

এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার

হাত-পা বেঁধে আরও ১১৬ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করলেও মন গলেটি ট্রাম্পের। তৃতীয় দফায় আরও ১১৬ জন অবৈধ অভিবাসীকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করে।

তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন, তাদের পায়েও বাঁধা ছিল শিকল।

পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দবাজার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে।

এদিকে সংবাদমাধ্যম এনডিটিভিকে আরেক অবৈধবাসী জানান, বিমানে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয়।

শনিবার যে ১১৬ জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই।