ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগ সমর্থকদের অনতিবিলম্বে ফেসবুকে আনফলো করতে বললেন সোহেল তাজ Logo একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি Logo জোয়ারে ডুবছে হাতিয়া, অর্ধশতাধিক ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহদী হাসান ও তার দল

একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহদী হাসান ও তার দল

বাংলা ভাষায় লেখাকে সহজতর করার অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কী-বোর্ডের আবিষ্কারক মেহদী হাসান খান। তবে তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি, বরং তার তিন সহযোগী বন্ধুকে সঙ্গে নিয়ে দলগতভাবে এই সম্মাননা গ্রহণ করবেন।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সরকার মেহদী হাসান খানসহ ১৫ জনকে একুশে পদকের জন্য মনোনীত করে নাম ঘোষণা করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, বাংলা লেখার প্রযুক্তিগত বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেহদী হাসান খান একা এই কৃতিত্ব নিতে চাননি। তাই তিনি তার তিন সহকর্মীকে সঙ্গে নিয়ে সম্মাননা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

তার আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। তিনি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল।

আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।’
ফেসবুক পোস্টের শুরুতে ফারুকী বলেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল।

তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। তিনি লিখেছেন, ‘কালকে তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন।

জনপ্রিয় সংবাদ

আ. লীগ সমর্থকদের অনতিবিলম্বে ফেসবুকে আনফলো করতে বললেন সোহেল তাজ

একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহদী হাসান ও তার দল

আপডেট সময় ০৭:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলা ভাষায় লেখাকে সহজতর করার অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কী-বোর্ডের আবিষ্কারক মেহদী হাসান খান। তবে তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি, বরং তার তিন সহযোগী বন্ধুকে সঙ্গে নিয়ে দলগতভাবে এই সম্মাননা গ্রহণ করবেন।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সরকার মেহদী হাসান খানসহ ১৫ জনকে একুশে পদকের জন্য মনোনীত করে নাম ঘোষণা করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, বাংলা লেখার প্রযুক্তিগত বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেহদী হাসান খান একা এই কৃতিত্ব নিতে চাননি। তাই তিনি তার তিন সহকর্মীকে সঙ্গে নিয়ে সম্মাননা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

তার আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। তিনি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল।

আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।’
ফেসবুক পোস্টের শুরুতে ফারুকী বলেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল।

তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। তিনি লিখেছেন, ‘কালকে তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন।