ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শামীম ওসমানের দাদার বাড়ি থেকে রড খুলে নিলো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 143

নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর রড খুলে নিয়ে যাচ্ছে । বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার ওসমান আলীর মালিকানাধীন।

এর আগে, সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকেভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জানা যায়, ওসমান পরিবারের এই বায়তুল আমান থেকেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটা আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকায় ছিল এই বাড়িটি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল। এরপর আজ পুনরায় ধসিয়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

যে তিন শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি

শামীম ওসমানের দাদার বাড়ি থেকে রড খুলে নিলো

আপডেট সময় ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর রড খুলে নিয়ে যাচ্ছে । বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার ওসমান আলীর মালিকানাধীন।

এর আগে, সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকেভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জানা যায়, ওসমান পরিবারের এই বায়তুল আমান থেকেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটা আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকায় ছিল এই বাড়িটি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল। এরপর আজ পুনরায় ধসিয়ে দেওয়া হয়।