ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

আপডেট সময় ১০:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।