ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

‘বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম, ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি’

‘বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম, ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি’

খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং যুবদলের নেতারা। সভার এক পর্যায়ে বক্তৃতায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য দেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং সমিতির সভাপতি পদপ্রার্থী শেখ কামাল হোসেন।

পরে তার তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শত বছরের পুরনো দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের গাফিলতির কারণে ভোট বানচাল হয়ে যায়। এরপর এদিন বিকেলে বাজারের লঞ্চঘাটসংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশে বক্তৃতা করেন, খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম জসিম।

তার বক্তৃতা শেষে হ্যান্ড মাইক নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য দেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং সমিতির সভাপতি পদপ্রার্থী শেখ কামাল হোসেন।

ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে শেখ কামাল হোসেন বলেন, ‘এটা ভুল করে বলে ফেলেছি। আমি বিএনপির সমর্থক। সারা দিন পর ক্লান্ত হয়ে ভুল করে বলে ফেলেছি। বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম।’

জনপ্রিয় সংবাদ

ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

‘বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম, ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি’

আপডেট সময় ১০:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং যুবদলের নেতারা। সভার এক পর্যায়ে বক্তৃতায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য দেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং সমিতির সভাপতি পদপ্রার্থী শেখ কামাল হোসেন।

পরে তার তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শত বছরের পুরনো দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের গাফিলতির কারণে ভোট বানচাল হয়ে যায়। এরপর এদিন বিকেলে বাজারের লঞ্চঘাটসংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশে বক্তৃতা করেন, খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম জসিম।

তার বক্তৃতা শেষে হ্যান্ড মাইক নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য দেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং সমিতির সভাপতি পদপ্রার্থী শেখ কামাল হোসেন।

ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে শেখ কামাল হোসেন বলেন, ‘এটা ভুল করে বলে ফেলেছি। আমি বিএনপির সমর্থক। সারা দিন পর ক্লান্ত হয়ে ভুল করে বলে ফেলেছি। বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম।’