বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অংশ হিসেবে সোনাগাজীতে চাঁদাবাজি, সন্ত্রাস এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মোঃ আব্দুল আল আমিনের নেতৃত্বে (৩১ জানুয়ারী শুক্রবার) এই বিক্ষোভ মিছিলটি উপজেলার ৩নং মঙ্গলকান্দী ইউনিয়নের বক্তার মুন্সী এবং ডাক বাংলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে বক্তৃতায় উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিন বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের শত্রু। নতুন বাংলাদেশে কোনো মাদক কিংবা চাঁদার লেনদেন চলবে না। আমরা তারেক রহমানের নির্দেশে সর্বদা প্রস্তুত রাষ্ট্রকাঠামো মেরামতে।”
এ সময় সোনাগাজী উপজেলা তাঁতী দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।