গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে আরও এক মুসল্লিসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে মৃত মুসল্লির নাম ইয়াকুত আলী (৬০) মৃত্যু হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইসকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে। এ নিয়ে চার মুসল্লির মৃতের খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইয়াকুত আলী (৬০) বুকে ব্যথা অনুভব হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইসকান্দার জানান, শুক্রবার রাত ১২টায় এয়াকুব আলীর (৬০) মৃত্যু হয়। ইজতেমা ময়দানে নিহত মুসল্লির খিত্তা নং-৪৮। তিনি হবিগঞ্জের বাহুবলউপজেলার রাঘবপুর গ্রামের মৃত নয়াবুল্লার ছেলে। ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে সাথিরা অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৫৮তম বিশ্ব ইজতেমায় এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
এর আগে শুক্রবার ঠাকুরগাঁও জেলার বাসিন্দা আমিরুল ইসলাম (৪০), খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৩নং রাণী শিমুল গ্রামের সব্দুল্লাহর ছেলে সাবেদ আলী (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস গাজী ইজতেমা ময়দানে এবং বাকি দুইজন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।