ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

হাসিনার পতনে দিশেহারা ভারত: ডা. তাহের

হাসিনার পতনে দিশেহারা ভারত: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় মানে আধিপত্যবাদী ভারতের পরাজয়। স্বৈরাচারী হাসিনার পতনে ভারত দিশেহারা হয়ে পড়েছে।”

তিনি আরও দাবি করেন, ভারত সীমান্ত উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল এন্ড মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের আরো বলেন, ‘আমাদের দেশের সুন্দর ও স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ভারত ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনও বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে বুঝতে হবে, বাংলাদেশে তাদের বশ্যতার রাজনীতি আর কখনো ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘আমরা আগামীতে এমন একটি জাতীয় সরকার চাই যে সরকার দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও সব অন্যায় দূর করে মানুষের মৌলিক অধিকার ও চাহিদা পুরণে সক্ষম হবে। এ জন্য দেশের নেতৃত্ব থেকে অসৎ লোকদের সরিয়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

কেন্দ্রীয় নায়েব আমির বলেন, সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না হলে দেশের পরিবেশও স্থিতিশীল হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেন, পতিত স্বৈরচার আওয়ামী লীগ সরকার দেশের অসংখ্য আলেম-ওলামা ও ছাত্র-জনতাসহ হাজার হাজার লোককে হত্যা করেছে। তাদের জুলুম-নির্যাতনের সাধারণ মানুষ নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেনি।

জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

হাসিনার পতনে দিশেহারা ভারত: ডা. তাহের

আপডেট সময় ০৮:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় মানে আধিপত্যবাদী ভারতের পরাজয়। স্বৈরাচারী হাসিনার পতনে ভারত দিশেহারা হয়ে পড়েছে।”

তিনি আরও দাবি করেন, ভারত সীমান্ত উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল এন্ড মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের আরো বলেন, ‘আমাদের দেশের সুন্দর ও স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ভারত ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনও বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে বুঝতে হবে, বাংলাদেশে তাদের বশ্যতার রাজনীতি আর কখনো ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘আমরা আগামীতে এমন একটি জাতীয় সরকার চাই যে সরকার দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও সব অন্যায় দূর করে মানুষের মৌলিক অধিকার ও চাহিদা পুরণে সক্ষম হবে। এ জন্য দেশের নেতৃত্ব থেকে অসৎ লোকদের সরিয়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

কেন্দ্রীয় নায়েব আমির বলেন, সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না হলে দেশের পরিবেশও স্থিতিশীল হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেন, পতিত স্বৈরচার আওয়ামী লীগ সরকার দেশের অসংখ্য আলেম-ওলামা ও ছাত্র-জনতাসহ হাজার হাজার লোককে হত্যা করেছে। তাদের জুলুম-নির্যাতনের সাধারণ মানুষ নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেনি।