ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ঢাকায় বিপিএল,প্রথম দিনে খেলবেন যারা

ঢাকা-সিলেট-চট্টগ্রাম হয়ে শেষ পর্বের জন্য আবারও ঢাকা ফিরেছে বিপিএল। দুপুরে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগে বাকি থাকা চার ম্যাচের একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে বরিশালের। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ছাড়া বাকি ছয় দলেরই সুযোগ আছে পরের পর্বে যাওয়ার।

নানা বিতর্কের মাঝে বিপিএলের চলতি আসরের ইতিবাচক ব্যাপার হচ্ছে, ভালো উইকেটে খেলা হচ্ছে। ব্যাটাররাও মন খুলে খেলছেন। তাতে এখন পর্যন্ত তিন ভেন্যুতেই রান হয়েছে। উইকেট নিয়ে সন্তুষ্টি দেখা গেছে ক্রিকেটারদের মধ্যে।

ভালো উইকেটের প্রশংসা ঝরেছে বরিশালের অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কণ্ঠে। গতকাল দলের অনুশীলন শেষে নবি বলছিলেন, ‘আমার মনে হয়, এবারের পিচগুলো বেশি বিশ্রাম পেয়েছে। প্রতিটি ম্যাচের জন্য তারা ভালো উইকেট প্রস্তুত করেছে। বেশির ভাগ সময়ই বিপিএলে তিনটি ভেন্যু থাকে।

তবে এবার তারা উইকেটে বেশি মনোযোগ দিয়েছে এবং তুলনামূলক ভালো পিচ তৈরি করেছে।’
শেষ চারের সঙ্গে সেরা দুইয়ে থাকার লক্ষ্যের কথাও বলেছেন নবি, ‘আমাদের এখনো চার ম্যাচ বাকি। দলকে সেরা দুইয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য। চারটি ম্যাচ এবং প্লে-অফও ঢাকায় হবে। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত।আরেক ম্যাচে রাতে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর।

জনপ্রিয় সংবাদ

জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন: চরমোনাই পীর

আবারও ঢাকায় বিপিএল,প্রথম দিনে খেলবেন যারা

আপডেট সময় ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ঢাকা-সিলেট-চট্টগ্রাম হয়ে শেষ পর্বের জন্য আবারও ঢাকা ফিরেছে বিপিএল। দুপুরে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগে বাকি থাকা চার ম্যাচের একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে বরিশালের। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ছাড়া বাকি ছয় দলেরই সুযোগ আছে পরের পর্বে যাওয়ার।

নানা বিতর্কের মাঝে বিপিএলের চলতি আসরের ইতিবাচক ব্যাপার হচ্ছে, ভালো উইকেটে খেলা হচ্ছে। ব্যাটাররাও মন খুলে খেলছেন। তাতে এখন পর্যন্ত তিন ভেন্যুতেই রান হয়েছে। উইকেট নিয়ে সন্তুষ্টি দেখা গেছে ক্রিকেটারদের মধ্যে।

ভালো উইকেটের প্রশংসা ঝরেছে বরিশালের অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কণ্ঠে। গতকাল দলের অনুশীলন শেষে নবি বলছিলেন, ‘আমার মনে হয়, এবারের পিচগুলো বেশি বিশ্রাম পেয়েছে। প্রতিটি ম্যাচের জন্য তারা ভালো উইকেট প্রস্তুত করেছে। বেশির ভাগ সময়ই বিপিএলে তিনটি ভেন্যু থাকে।

তবে এবার তারা উইকেটে বেশি মনোযোগ দিয়েছে এবং তুলনামূলক ভালো পিচ তৈরি করেছে।’
শেষ চারের সঙ্গে সেরা দুইয়ে থাকার লক্ষ্যের কথাও বলেছেন নবি, ‘আমাদের এখনো চার ম্যাচ বাকি। দলকে সেরা দুইয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য। চারটি ম্যাচ এবং প্লে-অফও ঢাকায় হবে। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত।আরেক ম্যাচে রাতে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর।