ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দেশের এক কূটনীতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই কূটনীতিক জানান, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। এটি অষ্টম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। উভয়পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ কাজ করছে।
তিনি জানান, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে সীমান্ত উত্তেজনা, ভিসা প্রসঙ্গ, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তির নবায়নসহ দুদেশের চলমান বিভিন্ন ইস্যু।