ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

শিবির সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হট্টগোল ছাত্রদল নেতার, পরে চাইলেন ক্ষমা

শিবির সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হট্টগোল ছাত্রদল নেতার, পরে চাইলেন ক্ষমা

রাজধানীর সূত্রাপুর থানায় নাগরিক কমিটির সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি শাখা শিবির সেক্রেটারির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর থানা পুলিশের উদ্যোগে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভা চলাকালীন এই ঘটনা ঘটে

সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে শাখা শিবির সেক্রেটারিকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘আজ সূত্রাপুর থানায় ছাত্র-নাগরিক প্রতিনিধিদের নিয়ে একটা সভা হয়।

এখানে আমি সূত্রাপুর থানার ওসির দাওয়াতে অ্যাটেন্ড করি। এর আগে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তাদের সঙ্গে আরো একটা অনুষ্ঠানেও অ্যাটেন্ড করি। তারা আমাকে খুব ভালোভাবেই চেনেন। মিটিংয়ের শেষ দিকে সোহরাওয়ার্দী ছাত্রদলের সেক্রেটারি আমাকে ইশারা করেন।

মিটিংয়ের শেষ দিকে তারা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে তিনজন মিলে হামলা করার জন্যে এগিয়ে আসেন। চেয়ার ছোড়াছুড়ি করেন। পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে যেন হামলা না হয়। তিনি আরো বলেন, ‘সেখানে একজন মুরব্বি ছিলেন, তারা তাকেও মারতে আসেন। পুলিশও বলছিল যে তারা আশঙ্কা করছিল মুরব্বির ওপরও হামলা করতে পারে।

এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ তারা আমাকে চেনেন। কবি নজরুলের ছাত্রদল আমাকে চেনে। তারা জবি ছাত্রদলের সাথে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। সবার সামনে আমরা তা মীমাংসা করার চেষ্টা করছি। একটা ইস্যুকে কেন্দ্র করে, তারা মারতে আসছিল। তখন আমরা পিনপতন নীরবতা পালন করেছিলাম। আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ছাত্রলীগ-যুবলীগ সুবিধা নেবে। আমরা সমাধানের চেষ্টা করেছি। তাদের প্রতি আমাদের ক্ষোভ নেই। আমাদের ক্যাম্পাসে সবার সাথে আমরা বন্ধুভাবাপন্ন আছি। হঠাৎ করে বাইরে থেকে এসে ঝামেলা করছে।

এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কি না জানতে চাইলে শিবির সেক্রেটারি রিয়াজুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে আমরা ওদিকে যাবো না। আমরা ভুল-বোঝাবুঝি হিসেবে নেব।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারিনি। পূর্বের একটি ছবিকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝি হয়ে গেছে। এটার জন্য আমি দুঃখিত।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করেন। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক আমরা শিবিরের সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে আমার কক্ষে নিয়ে আসি। ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

শিবির সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হট্টগোল ছাত্রদল নেতার, পরে চাইলেন ক্ষমা

আপডেট সময় ০৯:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

রাজধানীর সূত্রাপুর থানায় নাগরিক কমিটির সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি শাখা শিবির সেক্রেটারির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর থানা পুলিশের উদ্যোগে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভা চলাকালীন এই ঘটনা ঘটে

সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে শাখা শিবির সেক্রেটারিকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘আজ সূত্রাপুর থানায় ছাত্র-নাগরিক প্রতিনিধিদের নিয়ে একটা সভা হয়।

এখানে আমি সূত্রাপুর থানার ওসির দাওয়াতে অ্যাটেন্ড করি। এর আগে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তাদের সঙ্গে আরো একটা অনুষ্ঠানেও অ্যাটেন্ড করি। তারা আমাকে খুব ভালোভাবেই চেনেন। মিটিংয়ের শেষ দিকে সোহরাওয়ার্দী ছাত্রদলের সেক্রেটারি আমাকে ইশারা করেন।

মিটিংয়ের শেষ দিকে তারা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে তিনজন মিলে হামলা করার জন্যে এগিয়ে আসেন। চেয়ার ছোড়াছুড়ি করেন। পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে যেন হামলা না হয়। তিনি আরো বলেন, ‘সেখানে একজন মুরব্বি ছিলেন, তারা তাকেও মারতে আসেন। পুলিশও বলছিল যে তারা আশঙ্কা করছিল মুরব্বির ওপরও হামলা করতে পারে।

এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ তারা আমাকে চেনেন। কবি নজরুলের ছাত্রদল আমাকে চেনে। তারা জবি ছাত্রদলের সাথে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। সবার সামনে আমরা তা মীমাংসা করার চেষ্টা করছি। একটা ইস্যুকে কেন্দ্র করে, তারা মারতে আসছিল। তখন আমরা পিনপতন নীরবতা পালন করেছিলাম। আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ছাত্রলীগ-যুবলীগ সুবিধা নেবে। আমরা সমাধানের চেষ্টা করেছি। তাদের প্রতি আমাদের ক্ষোভ নেই। আমাদের ক্যাম্পাসে সবার সাথে আমরা বন্ধুভাবাপন্ন আছি। হঠাৎ করে বাইরে থেকে এসে ঝামেলা করছে।

এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কি না জানতে চাইলে শিবির সেক্রেটারি রিয়াজুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে আমরা ওদিকে যাবো না। আমরা ভুল-বোঝাবুঝি হিসেবে নেব।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারিনি। পূর্বের একটি ছবিকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝি হয়ে গেছে। এটার জন্য আমি দুঃখিত।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করেন। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক আমরা শিবিরের সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে আমার কক্ষে নিয়ে আসি। ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়।