রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মেহেদী ওরফে মেহেদী (২৮), মো. মাঈনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মঈন আলী (২০), আহম্মেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চানু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
এদের মধ্যে ডাকাতি মামলার আসামি ছিলেন মেহেদী। তিনি দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।