নড়াইল সদর উপজেলা ও পৌর কমিটি নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কিনে নিজের পছন্দের প্রার্থীদেরকে দিয়ে কমিটি গঠন ও আওয়ামী লীগের সঙ্গে সখ্য করে মামলা বাণিজ্যের অভিযোগ এনে নড়াইল জেলা বিএনপির সম্পাদক মনিরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিপক্ষ গ্রুপ।
বৃহস্পতিবার পুরাতন বাস টার্মিনালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসানের গ্রুপের নেতাকর্মীরা মিছিল সহকারে সমবেত হয়ে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সভায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত পৌর বিএনপি কমিটি ও সদর উপজেলা বিএনপি গঠনের নির্বাচনে পছন্দের প্রার্থীদেরকে টাকা দিয়ে ভোট কিনে বিজয়ী করেছেন অপর গ্র“পের নেতা জেলা বিএনপির সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়া তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম বাদ দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তোলেন তারা।
বিক্ষোভে সমাবেশের বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসান জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুবদলের জেলা সভাপতি মো.মশিয়ার রহমান, জেলা কৃষকদলের আহবায়ক মো.নবীর হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সৈয়দ মোশফেকুর রহমান বাচ্চু জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, স্বেচ্ছাসবক দলের যুগ্ম সম্পাদক শিহাবুর রহমান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, শিহাবুর রহমান শিহাব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস।