ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটাই প্রথমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এমন বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনায় অংশ নিতে ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।
বিজিবি প্রধানের সফরের আগে আগামী ১০-১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে ভারত সফর করবেন বলেও আশা করা হচ্ছে।
এ সময় ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে জ্বালানি সংযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। গত অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়।