ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আফগানদের হারিয়ে সুপার ফোর স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা Logo নারী শিক্ষার্থীকে দুই ঘণ্টা আটকে হয়রানির অভিযোগ ছাত্রদলকর্মীর বিরুদ্ধে Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জকসু নীতিমালা পাশের দাবি জবি শিবিরের Logo আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল টাইগাররা Logo মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে সব হারানো সেই হিন্দু পরিবারের পাশে জামায়াত নেতা Logo ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৯ হাজার ২০২ কোটি টাকা Logo বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ Logo আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন আসর Logo বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা

আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা

২০২৪-২৫ সালের নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।

অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে বরণ করে নেওয়া হবে।

এদিকে, অনুষ্ঠান ঘিরে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে, প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।

এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলায় স্থানীয় প্রশাসনসহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানা পেশার প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত থাকবেন ।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আফগানদের হারিয়ে সুপার ফোর স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা

আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা

আপডেট সময় ০৭:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

২০২৪-২৫ সালের নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।

অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে বরণ করে নেওয়া হবে।

এদিকে, অনুষ্ঠান ঘিরে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে, প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।

এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলায় স্থানীয় প্রশাসনসহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানা পেশার প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত থাকবেন ।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।