শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য চাপ বাড়ছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতারা মনে করেন, টিউলিপ সিদ্দিকের ‘আইনের মুখোমুখি হওয়া উচিত’। কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশি রাজনীতিক ববি হাজ্জাজের বরাতে বলা হয়েছে, তিনি বাংলাদেশ সরকার ও দুদকের কাছে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। টিউলিপ বর্তমানে তার খালা শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির যোগসূত্রের জন্য তদন্তাধীন। শেখ হাসিনা, যিনি গণ-অভ্যুত্থানে পদচ্যুত হয়ে ভারতে পালিয়ে আছেন।
এদিকে ব্রিটিশ সরকার টিউলিপকে প্রত্যর্পণ আদেশ মেনে চলার জন্য অনুরোধ করবে কিনা জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র গুইডো ফকসকে (ব্রিটিশ-আইরিশ রাজনৈতিক ব্লগার পল স্টেইনস দ্বারা প্রকাশিত একটি ডানপন্থি রাজনৈতিক ওয়েবসাইট) বলেন, তারা ‘কল্পনাপ্রসূত কিছু বলবেন না।’
একটি গোপন তদন্তে টিউলিপ সিদ্দিক ‘দুঃখজনক’ আচরণের নিন্দা জানান। পরে ১৪ জানুয়ারি টিউলিপ লেবার সরকার থেকে পদত্যাগ করেন এবং বলেন, ব্রিটিশ সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াতে চান না তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তিতে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে টিউলিপের, যেখানে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। এমপি থাকাকালীন তার পরিবারের সদস্যদের অবৈধভাবে জমি বরাদ্দের ঘটনায় দ্বিতীয় তদন্তে তার নামও এসেছে।