ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব Logo যুক্তরাষ্ট্রের ২২ অঙ্গরাজ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে গেলেন সারজিস আলম Logo বিজিবি বাধায় সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের Logo বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে ইউএনএইচসিআর Logo পাটুরিয়া-আরিচায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ Logo কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখা Logo চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ৯ গোল,শেষ হাসি বার্সেলোনার Logo পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০, গাজায় মিলল শতাধিক গলিত লাশ Logo ‘মরার জন্য প্রস্তুত হ’ সমন্বয়কের বাড়ির দেয়ালে লিখে হুমকি

বিজিবি বাধায় সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবির সঙ্গে বৈঠকে কাটাতারের বেড়া দেয়া বন্ধসহ কাটাতার খুলে নেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেয়া বন্ধ রেখে তারকাটা সরি নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে এই এখন পর্যন্ত তারকাটার বেড়া সরিয়ে নেয়নি বিএসএফ। এর আগে গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি বিএসএফ। বার বার সীমান্তে এমন ঘটনায় আতংকে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসেন বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ তারকাটার বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ হাটখোলা বিজিবির হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার জানায়, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যে রেখার কাছাকাছি স্থানে বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে বিএসএফ বুধবার তারকাটা সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

বিজিবি বাধায় সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের

আপডেট সময় ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবির সঙ্গে বৈঠকে কাটাতারের বেড়া দেয়া বন্ধসহ কাটাতার খুলে নেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেয়া বন্ধ রেখে তারকাটা সরি নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে এই এখন পর্যন্ত তারকাটার বেড়া সরিয়ে নেয়নি বিএসএফ। এর আগে গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি বিএসএফ। বার বার সীমান্তে এমন ঘটনায় আতংকে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসেন বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ তারকাটার বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ হাটখোলা বিজিবির হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার জানায়, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যে রেখার কাছাকাছি স্থানে বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে বিএসএফ বুধবার তারকাটা সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে।