ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হবে’ Logo আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত Logo চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ Logo ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: ধন্যবাদ ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল Logo কুমিল্লার সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রেফতার Logo রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিজ্ঞান সভা অনুষ্ঠিত Logo ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দুদিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত Logo দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন Logo ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ডোনাল্ড ট্রাম্প

কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখা

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লিখেছে দুর্বৃত্তরা। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুষ্কৃতকারীরা।এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ লিখেছে তারা।

গত সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।

কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। বিএনপির কোনো নেতাও আমাকে জানাননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

‘৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হবে’

কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখা

আপডেট সময় ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লিখেছে দুর্বৃত্তরা। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুষ্কৃতকারীরা।এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ লিখেছে তারা।

গত সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।

কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। বিএনপির কোনো নেতাও আমাকে জানাননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।