ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপিপন্থি মালিকের Logo অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক Logo জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল Logo জাকসু নির্বাচন:রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক Logo ছাত্রদলের আপত্তিতে হাতে গণনা হবে জাকসুর ভোট Logo লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, দোয়া চেয়েছে পরিবার Logo জাকসু: ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থীর কেন্দ্রে প্রবেশের চেষ্টা, হট্টগোল Logo আইন বহির্ভূত বিশেষ বিধান বাদ দিয়ে সার্ভিস রুল প্রণয়নের দাবি ডিএমটিসিএল কর্মচারীদের Logo রাতে ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা, সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট Logo চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ , চলবে বিকেল ৫টা পর্যন্ত
জামায়াত নেতার

মাছ ছিনতাইয়ের ঘটনায় বিএনপির সেই ২ কর্মী বহিষ্কার

যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।

পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত প্রদান করেন। উক্ত নেতিবাচক কার্যক্রমে জড়িত থাকার দায়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপিপন্থি মালিকের

জামায়াত নেতার

মাছ ছিনতাইয়ের ঘটনায় বিএনপির সেই ২ কর্মী বহিষ্কার

আপডেট সময় ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।

পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত প্রদান করেন। উক্ত নেতিবাচক কার্যক্রমে জড়িত থাকার দায়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।