চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুইজন হলেন- রিভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)।
পুলিশের দাবি, রিভু মজুমদার ছাত্রলীগ অস্ত্রধারীর ক্যাডার ও জামাল উদ্দিন যুবলীগ অস্ত্রধারী ক্যাডার। তারা দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় উল্লেখিত এজাহারনামীয় আসামি। জুলাই-আগস্টের ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যায়।
ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছিল। গোপন সংবাদে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।