ওয়ান-ইলেভেনের সূচনালগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা বা নির্যাতনের কারণে শিক্ষাজীবন সম্পন্ন করতে না পারা ২৯ জন ছাত্রদল নেতাকর্মীকে পুনঃভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির গত ২৯ ডিসেম্বরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের ২৯ নেতাকর্মীর মধ্যে একজন ১৪ বছর পর ঢাবিতে পুনঃভর্তি হচ্ছেন। তার নাম এ কে এন এম রাশেদ আল আমীন।
তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি দ্বিতীয় বর্ষে পুনঃভর্তি হতে চান। খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ আল আমীন বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি অমর একুশে হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।