আজ রোববার সকাল ছয়টায় শুরু হয়েছে বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ। এই অবরোধ প্রতিরোধ করতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকেই বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। সেখানে জড়ো হচ্ছেন দক্ষিণ আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা অবরোধবিরোধী কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মেদ মান্নাফী, সাবেক সাধারণ সম্পাদক সাহে আলম মুরাদ, জয়েন সেক্রেটারি মোর্শেদ কামাল, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, তাঁতী লীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম সোহেল, ফজলুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মেদ মান্নাফি বলেন, দুষ্টের দমন কীভাবে করতে হয় আমরা সেটা জানি। অবরোধের নামে তারা গাড়ি জালিয়ে, মানুষ হত্যা করে জনগণের কাছে যেতে পারবে না। কুকুর পাগলা হলে যেমন মানুষ পিটিয়ে কোমর ভেঙে দেয়, জনগণ ও বিএনপির কোমর ভেঙে দেবে, আমরা মাঠে আছি। ৬৯, ৭১ এ বঙ্গবন্ধুর কথায় যেমন সব হয়েছে, এখন শেখ হাসিনার কথায় সব চলবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহে আলম মুরাদ বলেন, জনগণ এই অবৈধ অবরোধ মানে না। বিএনপির সন্ত্রাসবাদ, জ্বালাও পোড়াও আন্দোলন রুখে দিতে আমরা এখানে জড়ো হয়েছি। তারা যেন সাধারণ জনগণের কোনো ক্ষতি করতে না পারে, যান চলাচলে অসুবিধা না করে সেজন্য আমাদের কর্মসূচি। আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসছেন। বেলা চারটা পর্যন্ত কর্মসূচি চলবে।