রাজধানীর মিরপুরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লেগে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে মিরপুর–৬ নম্বরে রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান রাত ২টার দিকে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ের বাটা শোরুমে আগুন লেগেছে।ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রথমে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এদিকে আগুনের খবরে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।