ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

নোবিপ্রবিতে তৃতীয় “জাতীয় বিজ্ঞান উৎসব”এর উদ্বোধন  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২ দিন ব্যাপী ” ৩য় জাতীয় নোবিপ্রবি বিজ্ঞান উৎসব ” এর উদ্বোধন হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এ বিজ্ঞান উৎসব এর আয়োজন করা হয়। যেখানে ১৬টি প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১.০০ টায় নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল, নির্বাহী ম্যাজিসট্রেট ফাহিম হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং স্কুল কলেজের অভিভাবকসহ অন্যান্যরা।

বিজ্ঞান উৎসবের প্রথম দিনে সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রজেক্ট শো-ডাউন, টিচার্স ইনোভেশন আইডিয়া, রুবিকস কিউব, সায়েন্টিফিক ডকুমেন্টারি সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সকলের জন্য রাতের আকাশ পর্যবেক্ষণে টেলিস্কোপের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল বলেন ” উন্নতির মাপকাঠি হলো প্রযুক্তিগত উন্নয়ন।এ ধরণের  ফেস্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তিগত নানা বিষয় সম্পর্কে ধারনা পাবে। এবং এই ধরনের ফেস্টে অংশগ্রহণ করে  অর্জিত থেকে শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও মানব কল্যানে ভুমিকা রাখবে।”

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন,” সাইন্স ফেস্টের মতো অনুষ্ঠানে শিক্ষার্থীরা  এসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে যা আমাদের শিক্ষার্থীদের স্বপ্নকে অনেক উচুঁতে নিয়ে যাবে ।আমরা এমন স্বপ্ন দেখতে চাই যা আমাদের দেশ এবং মানবজাতির কল্যানে ভুমিকা রাখবে।”

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক বলেন, “শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতি শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেছে ।তাই এধরণের আয়োজনকে সবত্র ছড়িয়ে দেয়া দরকার।  আমাদের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠবে এবং তারা বিজ্ঞানকে আরো আগ্রহভরে জানবে। আমরা প্রত্যাশা করবো আজকের এই ফেস্টের মাধ্যমে বেশ কিছু দেশ সেরা আবিষ্কার পাবো যাদের নিয়ে আমাদের দেশ বিশ্বে মাথা দাড়াতে সহায়তা করবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল,”আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি।যা তাদের জ্ঞান আদান প্রদানের ক্ষেত্রে এবং ভবিষ্যত পথ চলায় সহায়ক ভুমিকা রাখবে।অনেকেই এই ফেস্টে অংশগ্রহন করেছে অনেকে হেরে যাবে কিন্তু হেরে যাওয়ার পর জিতার যে চেষ্টা তা আমাদের শিক্ষার্থীদের দূর নিয়ে যাবে।”

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকমন্ডলীসহ স্কুল-কলেজের প্রজেক্টসহ অন্যান্য প্রতিযোগিতাগুলো পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

নোবিপ্রবিতে তৃতীয় “জাতীয় বিজ্ঞান উৎসব”এর উদ্বোধন  

আপডেট সময় ০৮:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২ দিন ব্যাপী ” ৩য় জাতীয় নোবিপ্রবি বিজ্ঞান উৎসব ” এর উদ্বোধন হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এ বিজ্ঞান উৎসব এর আয়োজন করা হয়। যেখানে ১৬টি প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১.০০ টায় নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল, নির্বাহী ম্যাজিসট্রেট ফাহিম হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং স্কুল কলেজের অভিভাবকসহ অন্যান্যরা।

বিজ্ঞান উৎসবের প্রথম দিনে সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রজেক্ট শো-ডাউন, টিচার্স ইনোভেশন আইডিয়া, রুবিকস কিউব, সায়েন্টিফিক ডকুমেন্টারি সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সকলের জন্য রাতের আকাশ পর্যবেক্ষণে টেলিস্কোপের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল বলেন ” উন্নতির মাপকাঠি হলো প্রযুক্তিগত উন্নয়ন।এ ধরণের  ফেস্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তিগত নানা বিষয় সম্পর্কে ধারনা পাবে। এবং এই ধরনের ফেস্টে অংশগ্রহণ করে  অর্জিত থেকে শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও মানব কল্যানে ভুমিকা রাখবে।”

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন,” সাইন্স ফেস্টের মতো অনুষ্ঠানে শিক্ষার্থীরা  এসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে যা আমাদের শিক্ষার্থীদের স্বপ্নকে অনেক উচুঁতে নিয়ে যাবে ।আমরা এমন স্বপ্ন দেখতে চাই যা আমাদের দেশ এবং মানবজাতির কল্যানে ভুমিকা রাখবে।”

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক বলেন, “শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতি শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেছে ।তাই এধরণের আয়োজনকে সবত্র ছড়িয়ে দেয়া দরকার।  আমাদের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠবে এবং তারা বিজ্ঞানকে আরো আগ্রহভরে জানবে। আমরা প্রত্যাশা করবো আজকের এই ফেস্টের মাধ্যমে বেশ কিছু দেশ সেরা আবিষ্কার পাবো যাদের নিয়ে আমাদের দেশ বিশ্বে মাথা দাড়াতে সহায়তা করবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল,”আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি।যা তাদের জ্ঞান আদান প্রদানের ক্ষেত্রে এবং ভবিষ্যত পথ চলায় সহায়ক ভুমিকা রাখবে।অনেকেই এই ফেস্টে অংশগ্রহন করেছে অনেকে হেরে যাবে কিন্তু হেরে যাওয়ার পর জিতার যে চেষ্টা তা আমাদের শিক্ষার্থীদের দূর নিয়ে যাবে।”

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকমন্ডলীসহ স্কুল-কলেজের প্রজেক্টসহ অন্যান্য প্রতিযোগিতাগুলো পরিদর্শন করেন।