ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আদালতের সামনে মাহমুদুর রহমানের মাথা ফাটিয়েছে, তখন গণমাধ্যম মব বলেনি Logo শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা: সাদিক কায়েম Logo সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক Logo নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অব্যাহত আচরণবিধি লঙ্ঘন Logo লেখক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, আটক ৪ শতাধিক

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সলিথা বাজার ও বড়ইতলা বাজারের সংযোগ ব্রিজের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের সঙ্গে ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের বিবাদ চলে আসছিল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে গিয়ে মিরাকান্দা গ্রামের কয়েকজন যুবক ওই এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে। সেসময় মিরাকান্দা গ্রামের যুবকদের সঙ্গে সলিথা গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর জেরে শনিবার (১৮ জানুয়ারি) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সলিথা বাজার ও বড়ইতলা বাজারের সংযোগ ব্রিজের উপর দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে কী কারণে সংঘর্ষ এখনও জানতে পারিনি। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আদালতের সামনে মাহমুদুর রহমানের মাথা ফাটিয়েছে, তখন গণমাধ্যম মব বলেনি

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

আপডেট সময় ০৬:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সলিথা বাজার ও বড়ইতলা বাজারের সংযোগ ব্রিজের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের সঙ্গে ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের বিবাদ চলে আসছিল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে গিয়ে মিরাকান্দা গ্রামের কয়েকজন যুবক ওই এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে। সেসময় মিরাকান্দা গ্রামের যুবকদের সঙ্গে সলিথা গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর জেরে শনিবার (১৮ জানুয়ারি) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সলিথা বাজার ও বড়ইতলা বাজারের সংযোগ ব্রিজের উপর দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে কী কারণে সংঘর্ষ এখনও জানতে পারিনি। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।