ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ Logo দ্বীপ হাতিয়াকে উন্নয়নের মডেল গড়ার ঘোষণা দিলেন জামায়াত নেত এ্যাড. শাহ মাহফুজ Logo মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে সরকার : প্রেসসচিব Logo শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ Logo শ্রীপুরে স্ত্রীকে হত্যা,মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটিতে অনিয়ম এবং আওয়ামী লীগের কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাংশের নেতাকর্মীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এবং দলের ত্যাগী কর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ২ নং ও ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ভোট তালিকায় স্বজনপ্রীতি এবং অনুপ্রবেশের কথা উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী ৫১ জনের ভোটার তালিকা প্রণয়ন করার কথা থাকলেও, সেখানে অনিয়ম করে ওয়ার্ডভিত্তিক ২০০ থেকে ২৫০ জনের তালিকা তৈরি করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়ে আওয়ামী লীগের চিহ্নিত কর্মীরা স্থান পেয়েছেন।

বিক্ষুব্ধ নেতাদের দাবি, ৫ আগস্টের পরে বিএনপিতে নাম লিখিয়ে দলে প্রবেশ করা ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে।

সংগঠনের তৃণমূলের নেতারা আরও অভিযোগ করেন, ভূমিহীন সন্ত্রাসী ও চাঁদাবাজ আওয়ামী লীগ কর্মীদের ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতারা এই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন
সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. ফজলু খান, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আ. ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলী শেখ এবং সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।

তারা জোর দিয়ে বলেন, এই অনিয়মের সংশোধন না হলে দলের ভেতর ক্ষোভ আরও বাড়বে, যা সংগঠনের ঐক্য ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।

জনপ্রিয় সংবাদ

তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

আপডেট সময় ০৩:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটিতে অনিয়ম এবং আওয়ামী লীগের কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাংশের নেতাকর্মীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এবং দলের ত্যাগী কর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ২ নং ও ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ভোট তালিকায় স্বজনপ্রীতি এবং অনুপ্রবেশের কথা উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী ৫১ জনের ভোটার তালিকা প্রণয়ন করার কথা থাকলেও, সেখানে অনিয়ম করে ওয়ার্ডভিত্তিক ২০০ থেকে ২৫০ জনের তালিকা তৈরি করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়ে আওয়ামী লীগের চিহ্নিত কর্মীরা স্থান পেয়েছেন।

বিক্ষুব্ধ নেতাদের দাবি, ৫ আগস্টের পরে বিএনপিতে নাম লিখিয়ে দলে প্রবেশ করা ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে।

সংগঠনের তৃণমূলের নেতারা আরও অভিযোগ করেন, ভূমিহীন সন্ত্রাসী ও চাঁদাবাজ আওয়ামী লীগ কর্মীদের ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতারা এই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন
সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. ফজলু খান, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আ. ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলী শেখ এবং সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।

তারা জোর দিয়ে বলেন, এই অনিয়মের সংশোধন না হলে দলের ভেতর ক্ষোভ আরও বাড়বে, যা সংগঠনের ঐক্য ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।