ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’ Logo নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র Logo সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি Logo ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই Logo গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ Logo আইনশৃঙ্খলা বাহিনীর লা’ঠিচা’র্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আ’হ’ত Logo বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত Logo কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল Logo ‘মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত’ Logo এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র: তাজুল ইসলাম

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশে আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পরে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়।

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

এদিকে আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে আগামী সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এ ছাড়া মাঘ মাসের শুরুতেই ঘন কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। সেখানে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। গোটা পঞ্চগড় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। দিনের বেলাতেই যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে।

আজ শনিবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আপডেট সময় ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

দেশে আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পরে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়।

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

এদিকে আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে আগামী সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এ ছাড়া মাঘ মাসের শুরুতেই ঘন কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। সেখানে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। গোটা পঞ্চগড় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। দিনের বেলাতেই যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে।

আজ শনিবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।