ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলকাণ্ডকে নিজের পাপ বললেন এনবিআরের সাবেক সদস্য মতিউর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 62

আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার বলে দাবি করেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে আদালতে আনা হলে তিনি এসব কথা বলেন।

এদিকে অস্ত্র মামলায় মতিউর রহমানের ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়।

মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বিরতির পর হতে পারে: সালাহউদ্দিন

ছাগলকাণ্ডকে নিজের পাপ বললেন এনবিআরের সাবেক সদস্য মতিউর

আপডেট সময় ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার বলে দাবি করেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে আদালতে আনা হলে তিনি এসব কথা বলেন।

এদিকে অস্ত্র মামলায় মতিউর রহমানের ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়।

মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।