আগামী ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছে দলটি। ইতোমধ্যে এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক ড. কেরামত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জানুয়ারি সকাল ৯টায় মাদ্রাসা মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সম্মেলনসহ আরও কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলন সফল করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্মেলনে যারা অংশ নিতে আসবেন তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মর্তুজা, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সংবাদ সম্মেলন পরিচালনা করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন।