দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নভেম্বরে ১২ কেজি এলপিজির দাম ১৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এই দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।
এ মাসে চলমান অর্থবছরের মাঝামাঝি এলপিজির ওপর নতুন করে ভ্যাট আরোপ করায় বিইআরসি প্রতি কেজি এলপিজির মূল্য ১২১ টাকা ১৯ পয়সা থেকে বাড়িয়ে ১২১ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করেছে।