ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি Logo জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত Logo কর্ণফুলীতে বিষপানের ১৭ দিন পর গৃহবধূর মৃত্যু Logo মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে এক নতুন শহর: প্রধান উপদেষ্টা Logo জবিতে প্রথমবারের মতে মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়’শ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল Logo ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে Logo টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি Logo জোটে থেকে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ Logo এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রলীগ নেতা জুলিয়াসের রিট

যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হাতে পেল গাজা ও ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এক চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন মধ্যস্থতাকারীরা। এই খসড়াটি ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে কাতারের রাজধানী দোহার এই আলোচনায় একটি ঐকমত্যে পৌঁছানোর পর চূড়ান্ত এই খসড়াটি প্রস্তুত করা হয়।

যুদ্ধবিরতির এই আলোচনায় যুক্তরাষ্ট্রের দুই প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন—বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী ২০ জানুয়ারি ক্ষমতায় আসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি।

এ ছাড়া আলোচনায় অংশ নেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদায়ী বাইডেন প্রশাসনের প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক।অবশ্য, এই চুক্তির খসড়াটি চূড়ান্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে, ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, হামাস যদি প্রস্তাবে সম্মত হয়, তবে কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে।

যুদ্ধবিরতির এই আলোচনায় উপস্থিত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, দোহায় আলোচনা বেশ সফল হয়েছে এবং উভয়পক্ষের মধ্যে দূরত্ব কমানো গেছে। তিনি আশা প্রকাশ করছেন, সবকিছু ঠিকভাবে এগোলেই এটি চূড়ান্ত যুদ্ধবিরতির বাস্তব রূপ নিতে পারে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে, নেতানিয়াহু মোসাদ এবং শিন বেতের প্রধানসহ ইসরায়েলের উচ্চস্তরের কর্মকর্তাদের কাতাদের দোহায় পাঠানোর নির্দেশ দেন, যেখানে যুদ্ধবিরতির আলোচনা চলছে।

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চূড়ান্ত খসড়া হওয়ার পর এখন আগামী দিনগুলো যুদ্ধবিরতি চুক্তি সুষ্ঠুভাবে চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র:খবর রয়টার্স

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি

যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হাতে পেল গাজা ও ইসরায়েল

আপডেট সময় ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এক চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন মধ্যস্থতাকারীরা। এই খসড়াটি ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে কাতারের রাজধানী দোহার এই আলোচনায় একটি ঐকমত্যে পৌঁছানোর পর চূড়ান্ত এই খসড়াটি প্রস্তুত করা হয়।

যুদ্ধবিরতির এই আলোচনায় যুক্তরাষ্ট্রের দুই প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন—বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী ২০ জানুয়ারি ক্ষমতায় আসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি।

এ ছাড়া আলোচনায় অংশ নেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদায়ী বাইডেন প্রশাসনের প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক।অবশ্য, এই চুক্তির খসড়াটি চূড়ান্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে, ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, হামাস যদি প্রস্তাবে সম্মত হয়, তবে কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে।

যুদ্ধবিরতির এই আলোচনায় উপস্থিত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, দোহায় আলোচনা বেশ সফল হয়েছে এবং উভয়পক্ষের মধ্যে দূরত্ব কমানো গেছে। তিনি আশা প্রকাশ করছেন, সবকিছু ঠিকভাবে এগোলেই এটি চূড়ান্ত যুদ্ধবিরতির বাস্তব রূপ নিতে পারে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে, নেতানিয়াহু মোসাদ এবং শিন বেতের প্রধানসহ ইসরায়েলের উচ্চস্তরের কর্মকর্তাদের কাতাদের দোহায় পাঠানোর নির্দেশ দেন, যেখানে যুদ্ধবিরতির আলোচনা চলছে।

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চূড়ান্ত খসড়া হওয়ার পর এখন আগামী দিনগুলো যুদ্ধবিরতি চুক্তি সুষ্ঠুভাবে চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র:খবর রয়টার্স