সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। আজ শনিবার সন্ধ্যায় সিলেটে এক তাফসির মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত এমসি কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বক্তব্য দেন আমির হামজা।
পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে আমির হামজা বলেন, ‘নেতা হবে পুরুষ।
মহিলা নেতা হতে পারবে না। তিনি বলেন, ‘কোনো জালিম নেতা হতে পারবে না। যারা জালিম তারা ক্ষমতায় আসতে পারবে না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি অনেকে জুলুম শুরু করেছেন।
আমরা মাজলুম যারা তারা যেন আবার জালিম না হয়ে যাই। আমির হামজা বলেন, ‘বাংলাদেশের ৫৩-৫৪ বছরে যারা শাসন করেছে তাদের অধিকাংশ ছিল গাফেল (উদাসীন)। তারা কুরআন সম্পর্কে অবগত নন। তিনি বলেন, ‘সরকার পতনের পর জাতীয় মসজিদের ইমামকে পালাতে দেখেছি।
পালাবে মন্ত্রী-এমপিরা। আপনি পালাবেন কেন। আপনার পলায়নে আমাদের মাথা কাটা গেল। এ মাহফিলে রাত ৮টার দিকে মঞ্চে আসেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি তিন দিনের তাফসির মাহফিলের সমাপনী বক্তা হিসেবে তাফসির পেশ করেন।