ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া মুখোমুখি বিজিবি-বিএসএফ

নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নিলেও, বিজিবির কার্যকর হস্তক্ষেপে তারা তা বন্ধ করতে বাধ্য হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ৬০০ গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে।

এ খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

৫ আগস্টের আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ

আপডেট সময় ০৮:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নিলেও, বিজিবির কার্যকর হস্তক্ষেপে তারা তা বন্ধ করতে বাধ্য হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ৬০০ গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে।

এ খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।