ভৈরবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) হরতালের ডাক দেওয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহিন এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, শনিবার ভোরে পৌরশহরের কমলপুর এলাকায় একটি বাসা থেকে সাদা পোশাকের একটি দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার ভৈরবে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। ভৈরব উপজেলাসহ সাতটি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।
এর আগে, ভোর ৬টার দিকে ভৈরব পৌরশহরের কমলপুর এলাকা থেকে কেন্দ্রীয় নেতা শরীফুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অপর চারজন হলেন-ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত চালক রতন।