ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার আজ (৭ জানুয়ারি) রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এর আগে দলের নীতি-নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

জানা যায়, বৈঠকে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে আলোচনা হয়। সেখানে তার বিদেশ যাত্রার সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করেন নেতারা। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ১৫, বাড়ি-ঘরে আগুন

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট সময় ০৮:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার আজ (৭ জানুয়ারি) রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এর আগে দলের নীতি-নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

জানা যায়, বৈঠকে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে আলোচনা হয়। সেখানে তার বিদেশ যাত্রার সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করেন নেতারা। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।