ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হবে

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হবে

আগামী মাসেই (ফেব্রুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তথ্য উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, ‘এই অধিদপ্তর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের সার্বিক দিক নিয়ে কাজ করবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে।’

তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে। তিনি আরো বলেন, ‘মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে।

এই অর্থ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এ ছাড়া, আগামী জুলাই মাস থেকে গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হবে

আপডেট সময় ০৯:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আগামী মাসেই (ফেব্রুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তথ্য উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, ‘এই অধিদপ্তর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের সার্বিক দিক নিয়ে কাজ করবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে।’

তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে। তিনি আরো বলেন, ‘মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে।

এই অর্থ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এ ছাড়া, আগামী জুলাই মাস থেকে গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।