ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি Logo বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি Logo জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব: মাসুদ কামাল Logo পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল Logo ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন Logo বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ Logo চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে Logo

এবার ভারতে এইচএমপি রোগী শনাক্ত

এবার ভারতে এইচএমপি রোগী শনাক্ত

করোনা মহামারির পর আবারও নতুন ভাইরাস আতঙ্কে এশিয়ার দেশগুলো। চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও দেখা দিয়েছে হিউম্যান-মেটা-নিউমো (এইচএমপি) ভাইরাস।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রভাব উল্লেখযোগ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা বড় ধরনের স্বাস্থ্য সংকটের কারণ হতে পারে।

এবার ভারতে প্রথমবারের মত হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সি দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। সবশেষ কলকাতায় পাঁচ মাসের এক শিশুর দেহে এই ভাইরাসের হদিস মিলেছে।

তবে আক্রান্ত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডিসেম্বরের শেষে মুম্বাই থেকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। এখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে। খবর আনন্দবাজার।

হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও কাশির মত সাধারণ কিছু উপসর্গ ছিল ওই শিশুর। পরীক্ষার পর ধরা পড়ে সে এইচএমপিভি-তে আক্রান্ত। তবে আতঙ্কিত হওয়ার মত কোনো শারীরিক পরিস্থিতি ওই শিশুর ছিল না। সব রকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে।

অন্যদিকে, পর পর দুটি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সেদিকে নজর থাকবে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ২০০১ সালে প্রথম আবিষ্কার হয়। বিবিসির খবর বলছে, সম্প্রতি চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও।

চীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

এবার ভারতে এইচএমপি রোগী শনাক্ত

আপডেট সময় ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

করোনা মহামারির পর আবারও নতুন ভাইরাস আতঙ্কে এশিয়ার দেশগুলো। চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও দেখা দিয়েছে হিউম্যান-মেটা-নিউমো (এইচএমপি) ভাইরাস।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রভাব উল্লেখযোগ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা বড় ধরনের স্বাস্থ্য সংকটের কারণ হতে পারে।

এবার ভারতে প্রথমবারের মত হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সি দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। সবশেষ কলকাতায় পাঁচ মাসের এক শিশুর দেহে এই ভাইরাসের হদিস মিলেছে।

তবে আক্রান্ত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডিসেম্বরের শেষে মুম্বাই থেকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। এখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে। খবর আনন্দবাজার।

হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও কাশির মত সাধারণ কিছু উপসর্গ ছিল ওই শিশুর। পরীক্ষার পর ধরা পড়ে সে এইচএমপিভি-তে আক্রান্ত। তবে আতঙ্কিত হওয়ার মত কোনো শারীরিক পরিস্থিতি ওই শিশুর ছিল না। সব রকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে।

অন্যদিকে, পর পর দুটি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সেদিকে নজর থাকবে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ২০০১ সালে প্রথম আবিষ্কার হয়। বিবিসির খবর বলছে, সম্প্রতি চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও।

চীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।