ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধরন পাল্টিয়ে নতুন রূপে চাঁদা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হৃদয়ের বিরুদ্ধে Logo বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: সাখাওয়াত Logo রাজকীয় বিদায় সংবর্ধনায় সম্মানিত মুয়াজ্জিন আব্দুল মালেক Logo অপরাধ ফেসবুকে ভাইরাল হলেই মিলছে বিচার, নাহলে চুপ প্রশাসন Logo কুষ্টিয়ায় ১০২ পিচ ইয়াবা সহ কথিত সাংবাদিক আটক Logo গাইবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে ৫০০ মেধাবী শিক্ষার্থীকে A+ সংবর্ধনা Logo ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে ফ্রান্স, ঘোষণা ম্যাক্রোঁর Logo জুলাই স্মরণে জবিতে জাতীয় বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন Logo শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে ঠেলে পাঠাল বিএসএফ Logo জুলাই স্পিরিট’-কে ধারণ করে শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএল-এর আত্মপ্রকাশ কাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে যেখানে থাকতো উৎসবের আমেজ, নেতাকর্মীদের আনাগোনায় মুখর, আজ সেটির শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে শনিবার (৪ জানুয়ারি) রাত ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

এদিকে দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর পক্ষ থেকে।

জনপ্রিয় সংবাদ

ধরন পাল্টিয়ে নতুন রূপে চাঁদা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হৃদয়ের বিরুদ্ধে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে যেখানে থাকতো উৎসবের আমেজ, নেতাকর্মীদের আনাগোনায় মুখর, আজ সেটির শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে শনিবার (৪ জানুয়ারি) রাত ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

এদিকে দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর পক্ষ থেকে।