ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক সংযোগের ত্রুটি: তদন্ত কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক সংযোগের ত্রুটি: তদন্ত কমিটি

বাংলাদেশ সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি। তাদের প্রাথমিক প্রতিবেদনে দুর্বল বৈদ্যুতিক সংযোগকে এই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য এবং বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্তে তিনটি স্থানের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রমাণ মিলেছে।

গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার সময়সীমা শেষ হয় সোমবার। পরে প্রতিবেদন জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়।

অগ্নিকাণ্ডে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক সংযোগের ত্রুটি: তদন্ত কমিটি

আপডেট সময় ০৮:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি। তাদের প্রাথমিক প্রতিবেদনে দুর্বল বৈদ্যুতিক সংযোগকে এই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য এবং বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্তে তিনটি স্থানের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রমাণ মিলেছে।

গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার সময়সীমা শেষ হয় সোমবার। পরে প্রতিবেদন জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়।

অগ্নিকাণ্ডে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে যায়।