চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর সিডিএ এলাকায় একটি কাঠ ও ফার্নিচারের বড় কারখানা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। তবে তাৎক্ষণিক পদক্ষেপে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।