ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগবে

সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগবে

সিরিয়ায় নির্বাচন হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা রবিবার আল আরাবিয়ার সাথে একটি সাক্ষাত্কারে এ কথা বলেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম আল-শারা নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্তব্য করলেন।

একটি নতুন সংবিধানের খসড়া তৈরিতে তিন বছর সময় লাগতে পারে উল্লেখ করে শারা জানান, সিরিয়ানদের আমূল পরিবর্তন দেখতে প্রায় এক বছর সময় লাগবে।হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতা হচ্ছেন শারা। এই গ্রুপটি ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং কয়েক দশকের আসাদ পরিবারের শাসন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।

নিজের দল সম্পর্কে শারা বলেন, একটি জাতীয় সংলাপ সম্মেলনে এইচটিএস বিলুপ্ত করা হবে।

রাশিয়া সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার সাথে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে, দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আসাদকে আশ্রয় দিয়েছে।

শারা আশা করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে। প্রসঙ্গত, জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিকরা চলতি মাসে দামেস্কে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, শারা বাস্তববাদী হিসাবে এসেছেন এবং ওয়াশিংটন এইচটিএস নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

৫ আগস্টের আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি

সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগবে

আপডেট সময় ০৬:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় নির্বাচন হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা রবিবার আল আরাবিয়ার সাথে একটি সাক্ষাত্কারে এ কথা বলেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম আল-শারা নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্তব্য করলেন।

একটি নতুন সংবিধানের খসড়া তৈরিতে তিন বছর সময় লাগতে পারে উল্লেখ করে শারা জানান, সিরিয়ানদের আমূল পরিবর্তন দেখতে প্রায় এক বছর সময় লাগবে।হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতা হচ্ছেন শারা। এই গ্রুপটি ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং কয়েক দশকের আসাদ পরিবারের শাসন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।

নিজের দল সম্পর্কে শারা বলেন, একটি জাতীয় সংলাপ সম্মেলনে এইচটিএস বিলুপ্ত করা হবে।

রাশিয়া সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার সাথে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে, দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আসাদকে আশ্রয় দিয়েছে।

শারা আশা করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে। প্রসঙ্গত, জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিকরা চলতি মাসে দামেস্কে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, শারা বাস্তববাদী হিসাবে এসেছেন এবং ওয়াশিংটন এইচটিএস নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।