ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম, কেজি ৪০ টাকা

  • আর. আমিন
  • আপডেট সময় ১২:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • 321

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম, কেজি ৪০ টাকা

ভারত থেকে আলু আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আমদানিকৃত আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এদিকে, দেশি আলুর দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। এদিকে, আলুর দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতা-বিক্রেতারাও খুশি।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি আলু মানভেদে বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকা কেজি দরে। বাজারে আলু কিনতে আসা আব্দুল আজিজ বলেন, কয়েকদিন ধরে আলুর যে কারসাজি চলল তা বলার মতো না। ৬৫ টাকা কেজি আলু কিনেছি। আজ ভারতের আলু কিনলাম ৪০ টাকায়। আর দেশি আলুর দামও কম দেখছি।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। সে জন্য দেশি আলুর দামও কমে গেছে। বর্তমানে দেশি আলু ৪৫-৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি। হিলি বাজারের পাইকারি আলু ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ৩৬ টাকা কেজি দরে কিনে ৪০ টাকায় বিক্রি করছি। কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথমবারের মতো হিলি স্থলবন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ১৫০ ডলারে প্রায় ১৮০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।

ট্যাগস :

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম, কেজি ৪০ টাকা

আপডেট সময় ১২:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

ভারত থেকে আলু আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আমদানিকৃত আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এদিকে, দেশি আলুর দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। এদিকে, আলুর দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতা-বিক্রেতারাও খুশি।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি আলু মানভেদে বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকা কেজি দরে। বাজারে আলু কিনতে আসা আব্দুল আজিজ বলেন, কয়েকদিন ধরে আলুর যে কারসাজি চলল তা বলার মতো না। ৬৫ টাকা কেজি আলু কিনেছি। আজ ভারতের আলু কিনলাম ৪০ টাকায়। আর দেশি আলুর দামও কম দেখছি।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। সে জন্য দেশি আলুর দামও কমে গেছে। বর্তমানে দেশি আলু ৪৫-৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি। হিলি বাজারের পাইকারি আলু ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ৩৬ টাকা কেজি দরে কিনে ৪০ টাকায় বিক্রি করছি। কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথমবারের মতো হিলি স্থলবন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ১৫০ ডলারে প্রায় ১৮০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।