দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন দ্বীপবর্তিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনটির সভাপতি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোবাইত হোসাইন রাকিব। সাধারণ সম্পাদক হয়েছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আমজাদুল ইসলাম।
বৃহস্পতিবার দ্বীপবর্তিকার ২০২৪-২৫ সেশনের জন্য ৬২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটি ২০২৩-২৪ সেশনের সভাপতি রাসিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকের হোসাইন এর অনুমোদন দেন। নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত কুতুবদিয়ার মেধাবী শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইমতিয়াজ আরমান (রাবি), মোরশেদ আলম (এনটেক), আলি হাসান (চবি), ইমন হাসান রাহি (সিটেক), মো. জাহেদুল ইসলাম ফাহিম (এনটেক) ও আজাহার উদ্দিন (ঢাবি)। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো: মাইন উদ্দিন মনির (সাতকানিয়া কলেজ), আরফাতুল ইসলাম (ঢাবি), হোসাইন মোবারক রাকিব (চবি), দূর্লভ দাশ (আইআইইউসি), মুহাইমিনুল ইসলাম (চট্টগ্রাম কলেজ)।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাইমুল হক (বিজিসি ট্রাস্ট), সহ-সাংগঠনিক সম্পাদক ইফতি ইসলাম তানজিল (আইআইইউসি), আরফাত হোছাইন (চবি), জিয়াউর রহমান মোজাহিদ (নোবিপ্রবি), মেহেদী হাসান (যবিপ্রবি), আসিফুর রহমান (পাবিপ্রবি), মোনেম শাহরিয়ার শাওন (চবি)। অর্থ সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম (নোবিপ্রবি)।
২০১৮ সালে ‘চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন কুতুবদিয়ার শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সৃজনশীল কার্যক্রম দ্বীপবর্তিকাকে কুতুবদিয়ার গণমানুষের প্রিয় সংগঠন করে তুলেছে।
নব মনোনীত সাধারণ সম্পাদক মো. আমজাদুল ইসলাম বলেন, দ্বীপবর্তিকা কুতুবদিয়ার শিক্ষার্থীদের উন্নয়ন ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২৫ সালে আমরা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গাইডলাইন সেশন, ট্যালেন্ট নার্সিং প্রোগ্রাম এবং বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নেও অবদান রাখতে চাই। এই যাত্রায় দ্বীপবাসীর সহযোগিতা আমাদের কাজের মূল প্রেরণা।
সভাপতি রোবাইত হোসাইন রাকিব বলেন, দ্বীপবর্তিকা ছাত্রদের উন্নয়নে নিবেদিত একটি সংগঠন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃত্তি পরীক্ষার আয়োজন, বৃক্ষরোপণসহ বিভিন্ন শিক্ষামূলক সেমিনার পরিচালনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে কাজ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।শিক্ষার্থীদের উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার।