সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তবর্তী কেন্দ্রী মিনাটিলা এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মারুফ আহমদ (২০)। তিনি কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গুলি করা হয়।
স্থানীয়রা জানান, মারুফ আহমদ সীমান্ত এলাকায় প্রয়োজনীয় কাজে গিয়েছিলেন। সেখানে ভারতের খাসিয়া সম্প্রদায়ের মানুষ তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ফিরে আসার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।