সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য। শেষ ১২ ম্যাচের মধ্যে ৯ পরাজয়। জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে। ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনোই পড়তে হয়নি ম্যানসিটি বস পেপ গার্দিওলাকে। বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ৬ষ্ঠ স্থানে। আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা এই কোচ।
এমন দুঃসময়ে পেপ গার্দিওলা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে। যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি, সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ। পেপ গার্দিওলার বিশ্বাস, সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিই পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে।
ইতালিয়ান গণমাধ্যম টুট্টোস্পোর্টসের এক খবরে এমনই দাবি করা হয়েছে। আর সেটা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেশ সাড়াও ফেলেছে বিগত কয়েকদিনে। গণমাধ্যমটির দাবি অনুযায়ী, ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা। আর প্রস্তাবটি এরইমাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। সেখানকার মালিক ডেভিড বেকহ্যাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে